Read more

বইয়ের নামঃ নেমেসিস 
লেখকঃমোহাম্মদ নাজিমউদ্দীন
প্রকাশকঃবাতিঘর প্রকাশনী
গল্পের সিরিজঃবেগ-বাস্টার্ড 
প্রচ্বইয়ের নামঃনেমেসিস
লেখকঃমোহাম্মদ নাজিমউদ্দীন
প্রকাশকঃবাতিঘর প্রকাশনী
গল্পের সিরিজঃবেগ-বাস্টার্ড 
প্রচ্ছদ মূল্যঃ২০০ টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ২৭২
ধরণঃথ্রিলার
ব্যাক্তিগত রেটিংঃ৭/১০
"নেমেসিস" শব্দটির অর্থ হলো প্রতিহিংসা।গ্রিক ম্যাথেলোজি অনুযায়ী নেমেসিস হলো প্রতিহিংসার দেবী।গল্পটি প্রতিহিংসা এবং প্রতিশোধকে কেন্দ্র করেই রচিত হয়েছে।গল্পের শুরুতে পক্ষাঘাতগ্রস্ত দেশের বরেণ্য বৃদ্ধ কথাসাহিত্যিক খুন হন নিজ এপার্টমেন্টে।তদন্তের ভার হোমিসাইড ডিপার্টমেন্টের উপর পড়লে খুব অল্প সময়ই সন্দেহভাজন ব্যাক্তিদের গ্রেফতার করে ব্যাপক প্রশংসা পান ডিটেকটিভ জেফরী বেগ।সন্দেহের তালিকায় ছিল লেখকের তরুণ স্ত্রী ও তার প্রেমিক যারা সেই রাত্রে পাশের কামরায় পরকিয়ায় লিপ্ত ছিল।তাদের গ্রেফতার করে কেস বন্ধ হয়ে গেলেও জেফরীর মনের গভীরে একটা খুত যেন থেকেই যায়।আমি অন্য একটি বইয়ে পড়েছিলাম"কোন খুনের রহস্য তদন্তে যে বিষয়গুলো তৎক্ষণাত আপনার চোখে পরবেনা সেগুলোই আপনাকে খুনীর কাছাকাছি নিয়ে যাবে।"এখানেও তাই হলো।ছোট ছোট নজরে না পড়া অসংগতিগুলো ঘাটাঘাটি করে ব্যাক্তিগতভাবে তদন্ত চালিয়ে জেফরী যেভাবে সত্যিকার খুনী পর্যন্ত পৌছালো তা সত্যি বিস্ময়কর এবং চরম উত্তেজনাপূর্ণ।গল্পের প্রতিটি সংলাপে এবং অধ্যায়ে কাহিনি নতুন নতুন মোড় নেবে।শেষের পৃষ্ঠা পড়ার আগ পর্যন্ত পাঠকদের উত্তেজনা ও বিস্ময় বারবার চরমে পৌছাবে এবং কাহিনি বারবার নতুন নতুন রূপ নিয়ে পাঠককে হতবাক করবে।এই গল্পে ছোট ছোট চরিত্রগুলো পাঠকদের আকৃষ্ঠ ও বিস্মিত করবে।যাদের সম্পর্কে তারা সিরিজের পরবর্তী বইগুলোতে জানতে পারবে।এই গল্পে পাঠকদের সাথে পরিচয় হবে ঠান্ডা মাথা,শিশুসুলভ চেহারা ও দুধুর্ষ খুনি বাস্টার্ডের।যার খুনের কৌশল ও বুদ্ধিমত্তা আপনাকে তার ভক্তে পরিণত করবে।