Read more


বইয়ের নামঃআমাজনিয়া
লেখকঃজেমস রোলিন্স
অনুবাদকঃরাকিব হাসান
প্রকাশকঃবাতিঘর প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যাঃ৪১৩
প্রচ্ছদ মূল্যঃ৩৪০ টাকা
ধরনঃথ্রিলার
ব্যাক্তিগত রেটিংঃ৮/১০

আমাজন জঙ্গল,পৃথীবির সমস্ত রহস্যের কেন্দ্রভূমি যেন!এর ভেতর এখনো এমন অনেক জায়গা আছে যেখানে কোনো সভ্য মানুষের পায়ের ছাপ পড়েনি,অনেক রহস্য আছে যা আমাদের কাছে এখনো প্রকাশিত হয়নি,এর ভেতর অনেক জ্ঞান লুপ্ত আছে যা যেমন ধ্বংস করে দিতে পারে এই পৃথীবিকে আবার তেমনি সাজিয়ে তুলতেও পারে!এই জঙ্গলেই ৪ বছর আগে এক রিসার্চ টিম নিয়ে হারিয়ে যান কার্ল র‍্যান্ড!বহু খোজাখোজি করেও তাকে আর পাওয়া যায়নি।৪ বছর পর আমাজনে এক পাদ্রির কাছে মৃতপ্রায় অবস্থায় সাহায্যপ্রার্থনায় এলেন সেই হারিয়ে যাওয়া দলের সদস্য জেমস ক্লার্ক!অভিযানের পূর্বে তার একহাত পঙ্গু থাকলেও মারা গেলেন সম্পূর্ণ সুস্থ হিসেবে!কি হয়েছিলো জঙ্গলে যে তিনি তার হাত ফিরে পেলেন!রহস্যের সমাধান ও নিজ বাবার পরিণতি কি হয়েছিলো জানতে আমাজনের বুকে অভিযানে নামলেন নাথান র‍্যান্ড ও তার দল!সাথে সাথে সারা পৃথীবিতে ছড়িয়ে পড়লো অদ্ভুত এক রোগ,যার কোন প্রতিষেধক সভ্য দুনিয়ায় নেই!!গল্পের প্রতিটি অংশ,প্রতিটি পাতা রহস্য ও থ্রিলে ভরা!আমাজনের মতো গহীন,রহস্যময় বিশাল এই বনের হাজারো প্রতিকূলতা, বিপর্যয়!এর পাশাপাশি আছে আমাজনের রাজত্বকারী ব্যান আলী গোত্র(যার অস্তিত্ব আছে কিন্তু কোথায় এবং কিভাবে তা কেউ জানে না!)এর বিস্ময়কর ও মারাত্মক প্রাণঘাতী আক্রমণ!এই সবকিছু ছাড়িয়ে নাথানের দলের পেছনে আরো একটি শত্রুশক্তির তৎপরতা গল্পটিকে রহস্য ও উত্তেজনাময় করে রাখবে!পুরো গল্পে এমন একটি লাইন ও নেই যেখানে পাঠকের বিরক্ত আসবে বা থ্রিলিং ফিল হবেনা,পুরো বইটা অসাধারণ ভাবে গুছিয়ে বর্ণনা করা যা পাঠককে রোমাঞ্চিত,উৎফুল্ল করবে এমন কি ভয় ও পাইয়ে দিবে।আমার পড়া বেস্ট এডভেঞ্চার থ্রিলার এটি।আমাজনের বুকে যেখানে অসীম সৌন্দর্যের আড়ালে ঘাপটি মেরে থাকে মৃত্যু,যেখানে বেচে থাকার নিয়ম হলো খাও,নয়তো খাবার হও,যেখানে প্রতি পদে পদে লুকিয়ে আছে প্রাকৃতিক ফাদ সেই রহস্যময় থ্রিলিং জগতে আপনাকে স্বাগতম!
Follow:@sheak_emtiyz