Read more

ঈশ্বরের মুখোশ
বইয়ের নামঃ
ঈশ্বরের মুখোশ 
লেখকঃ জাহিদ হোসেন
প্রকাশকঃ বাতিঘর প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যাঃ ২৮২
প্রচ্ছদ মূল্যঃ ২৪০ টাকা
ধরনঃ থ্রিলার 
ব্যাক্তিগত রেটিংঃ ৭/১০ 

বইয়ের নাম দেখে মনে হতে পারে যে বইটি কোন নাস্তিক লেখকের লিখা বা এমন কিছু!তাই শুরুতেই আপনাদের আশ্বস্ত করছি বিষয়টা মোটেও তেমন নয় এবং গল্পে ধর্ম নিয়ে কোন বিশ্লেষণ নেই।বইটি পড়ার প্রথমদিকে আপনারা নামটির যৌক্তিকতা নিয়ে ভাববেন হয়তো,কিন্তু গল্প শেষ হলে মনে হবে নামটি বইটির জন্য একদম পারফেক্ট ছিলো এবং লেখক নামের ব্যাপারে যথেষ্ট পারদর্শী।

ঈশ্বরের মুখোশ বইটির কিছু কথা বলি এবার।হঠাৎ সবাইকে অবাক করে দেওয়ার মতো এক নিশৃংস হত্যাকান্ডের খবর প্রচারিত হলো সারা দেশে!খুন হয়েছেন অভিনেতা জশুয়া আহমেদ চৌধুরী!খুনের পূর্বে খুনি তাকে রেপ করেছে!এবং তারপর তার অন্ডকোষ কেটে একটি ট্রে তে সাজিয়ে হত্যা করা হয় তাকে!ডিবির অফিসার ও প্রাক্তন ছাত্র ইমনের অনুরোধে তদন্তে নেমে পড়লেন সাইকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান মাশরুর আবরার হোমস ও তার বন্ধু/সহযোগী অপু পিউরিফিকেশন অরফে ওয়াটসন!তদন্তের শুরুতেই তাদের নজরে এলো এই নৃশংস খুনটি ১৪ বছর আগে তাদের বিশ্ববিদ্যালয়ে খুন হওয়া ২ ছাত্রছাত্রী ইরিত্রা জামসেদের হত্যাকাণ্ডের সাথে মিলে যাচ্ছে!কিন্তু ইরিত্রা জামসেদের খুনি বাংলা রিপার তো জেলখানায় বন্দি !তা কি তারা ভুল লোককে ধরেছিলো ! তদন্তে নেমে আরো দ্বিধায় পড়ে গেলো তারা ! এ খুনটির  সাথে যুক্ত হলো রাজনৈতিক বিভিন্ন ঘটনা ও বিচ্ছিন্ন বিভিন্ন গল্প।ব

শুরুতে অন্য ৮-১০ টা থ্রিলারের মতো হলেও এর শেষ টা সম্পূর্ণ ভিন্ন!  জাহিদ হোসেন এর লেখা ঈশ্বরের মুখোশ  বইটির শেষ অংশ আপনাকে হতবিহ্বল করে দিবে।একটি  থ্রিলার গল্পের শুরু থেকেই পাঠকরা একটা এন্ডিং মনে মনে একে নেয়,অন্তত একটা হ্যাপি এন্ডিং এর কথা তো ধরেই নেয়।এই বইটির শেষ অংশ পাঠকদের চিন্তাভাবনার সাথে এতটুকুও মিলবেনা একথা নিঃসংকোচে বলা যায়।বইটার এন্ডিং হজম করতে আপনার বেগ পেতে হবে আর এখানেই লেখকের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা ফুটে উঠেছে।সর্বোপরী বইটি বেশ রোমাঞ্চকর তবে পড়তে পড়তে যে খানিকটা বিরক্ত হইনি তা বলা যাবেনা।ইষৎ বিরক্ত হলেও তা আবার মুহুর্তেই উবে গেছে।বইটিতে অতীত ও বর্তমানের নানাবিধ ঘটনা একত্রে প্রবাহিত হয়েছে,কিছু জায়গা বুঝার জন্য বারবার পড়তে হয়েছে আর বইটির এক পেজ বাদ দিলেই আপনি কাহিনি স্বাদ খুজে পাবেন না।দীর্ঘদিনের জলন্ত এক প্রতিশোধ স্পৃহায় গল্পটি রচিত আবারো বলছি গল্পের এন্ডিং টা জাস্ট "আনএক্সেপ্টেড!!!"